ঢাকা
খ্রিস্টাব্দ

ব্যাংক সংস্কারের জন্য ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২.২২ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২.২২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 947846 জন

  • নিউজটি দেখেছেনঃ 947846 জন
ব্যাংক সংস্কারের জন্য  ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল অঙ্কের বেনামি ঋণ এবং খেলাপি ঋণে বিপর্যস্ত দেশের ব্যাংক খাত পুনরুদ্ধারের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৫০ কোটি ডলার ঋণ পাওয়ার আশা করছে অন্তর্বর্তী সরকার।


প্রথমবারের মতো আগামী মাসে ঋণ পাওয়ার আশা প্রকাশ করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে আলোচনা সম্পন্ন কর হয়েছে। কর্মকর্তারা বলেন, আমরা এডিবির সঙ্গে আলোচনা সম্পন্ন করেছি। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের কাজ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ব্যাংকিং খাতে আরও সংস্কারের জন্য তহবিল সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আমরা আশা করছি এপ্রিলে এডিবি বোর্ড সভায় বাজেটসহায়তা প্রস্তাবটি অনুমোদন পাবে এবং তারপরে দ্রুত একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হবে। একই সঙ্গে কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার এবং তার সহযোগীরা ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করে, শত শত কোটি টাকা লুট করে বাংলাদেশের আর্থিক খাতকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকিং খাতের অনাদায়ী ঋণ (এনপিএল) বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ স্তরে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের ২০.২০ শতাংশে পৌঁছেছে।


কর্মকর্তারা বলেন, বিপুল অঙ্কের খেলাপি ঋণ, আমানত ঘাটতি এবং কার্যক্রমে কেলেঙ্কারির কারণে কমপক্ষে এক ডজন বাণিজ্যিক ব্যাংককে রেডজোনে রাখা হয়েছে। ইআরডির আরেক কর্মকর্তা বলেন, এডিবি প্রদত্ত প্রস্তাবিত ৫০ কোটি ডলার ব্যাংকিংক্ষেত্র সংস্কার-নীতিভিত্তিক ঋণের উপকর্মসূচি-১ এর আওতায় থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২.২২ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২.২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ