চট্টগ্রাম নগরীর টেরিবাজারের একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় টেরিবাজারের খাজা মার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘রবিবার ৭টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুন রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানাতে পারব।’
টেরিবাজারের ব্যবসায়ীরা বলেছন, আগুন লেগেছে কাপড়ের গুদামে। আগুন পুরোপুরি নেভানোর পর ক্ষতির পরিমাণ বলা যাবে।