দক্ষিণ আমেরিকার মধ্যভাগের দেশ বলিভিয়ায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হয়েছে, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে। এ ছাড়া আহত হয়েছে প্রায় ৩০ জন। দেশটির দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় শনিবার ভোরে সরু দ্বিমুখী একটি সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
পুলিশ কর্নেল উইলসন ফ্লোরেস এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৩৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি।’
প্রতিবেদনে বলা হয়েছে, বলিভিয়ার পোটোসি বিভাগের উইউনি শহরের কাছে সংঘটিত এই দুর্ঘটনা চলতি বছরে দেশটির সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।
দুই বাসের একটি ওরুরো শহরের উদ্দেশে যাচ্ছিল, যেখানে এই সপ্তাহান্তে লাতিন আমেরিকার অন্যতম বৃহৎ উৎসব ওরুরো কার্নিভাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই উৎসবে প্রতিবছর হাজার হাজার মানুষ অংশ নেয়।
বলিভিয়ার পাহাড়ি পথে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং এগুলো মারাত্মক হয়ে থাকে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটির প্রায় এক কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে প্রতিবছর গড়ে এক হাজার ৪০০ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।