ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে অজ্ঞাত নারীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা, চট্টগ্রাম
রবিবার, ০২ মার্চ ২০২৫, ১১.৫৪ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০২ মার্চ ২০২৫, ১১.৫৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 987895 জন

  • নিউজটি দেখেছেনঃ 987895 জন
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে অজ্ঞাত নারীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার
-প্রতীকি ছবি।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় একটি দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২ মার্চ) সকালে দুর্ঘটনাস্থলে নারীটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ধারণা করছে, দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর এবং তার মাথার অংশ প্রায় সম্পূর্ণ থেতলে গেছে, যা দুর্ঘটনার তীব্রতার দিকে ইঙ্গিত করে। স্থানীয়রা জানান, মরদেহটি দেখে মনে হচ্ছে, ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তার পরিচয় জানা যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। মৃতদেহটি থানায় আনা হয়েছে, এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।"

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনও নারীটির পরিচয় পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা, চট্টগ্রাম
রবিবার, ০২ মার্চ ২০২৫, ১১.৫৪ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০২ মার্চ ২০২৫, ১১.৫৬ অপরাহ্ন