ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিশেষ অভিযানে আরও ৩৪ জন গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২.৩০ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২.৩০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1004311 জন

  • নিউজটি দেখেছেনঃ 1004311 জন
চট্টগ্রামে বিশেষ অভিযানে আরও ৩৪ জন গ্রেফতার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শুরু হওয়া এ অভিযানে নগরের বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 


পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলার সঙ্গেও জড়িত বলে জানা গেছে। সিএমপির বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


গ্রেফতারকৃতরা হলো, চান্দগাঁও থানার মো. শাহিন (২৭), মো. জব্বার (৫২) ও মো. আরমান উদ্দিন নিশাত (২০) রয়েছেন। আকবরশাহ থানার আসামিদের মধ্যে আছেন ওমর মিয়া (৫৪), জালাল হোসেন আরিফ (১৯) ও মো. পারভেজ (২৮)।


এছাড়া, পতেঙ্গা মডেল থানার ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন (৩৫) ও মো. বেলাল উদ্দিন রনি (৩০), সদরঘাট থানার বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. মুসলিম উদ্দিন (৩৮), হালিশহর থানার মো. জিয়াউল হক রাজু (৪৭) এবং ইপিজেড থানার মো. ফোরকান (৪২)। ডবলমুরিং মডেল থানায় গ্রেফতার আসামিদের মধ্যে মো. শামিমুল করিম (৩৮), মো. আরিফুল ইসলাম (২৩), জাহিদুল ইসলাম (২৪), মো. জুয়েল (৪৫), মো. সাহাব উদ্দিন (৩৯) ও আবু বক্কর সিদ্দিক ওরফে তারেক (২৩) রয়েছেন।


কোতোয়ালী, বাকলিয়া, পাহাড়তলী, চকবাজার, খুলশী, পাঁচলাইশ, কর্ণফুলী, বন্দর ও বায়েজিদ বোস্তামী থানার মোট ১৮ জন আসামিকে আটক করা হয়েছে


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২.৩০ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২.৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ