ঢাকা
খ্রিস্টাব্দ

শ্রেয়া ঘোষাল: নিজের গাওয়া ‘চিকনি চামেলি’ গান নিয়ে লজ্জা হয়

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বিনোদন
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২.৫৭ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২.৫৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 990559 জন

  • নিউজটি দেখেছেনঃ 990559 জন
শ্রেয়া ঘোষাল: নিজের গাওয়া ‘চিকনি চামেলি’ গান নিয়ে লজ্জা হয়

বলিউডে চটুল আইটেম গান নতুন নয়। বহু হিন্দি সিনেমাতেই এমন কিছু আইটেম গান থাকে, যা শুনলে রীতিমতো লজ্জায় পড়তে হয়। এই ধরনের গান নিয়ে বিতর্ক আগেও হয়েছে। এখনও হচ্ছে। কেউ কেউ বলে থাকেন, এই ধরনের গানে নারীদের নিয়ে এমন কিছু কথা বলা হয় যা অত্যন্ত আপত্তিকর। এরকমই একটি গান নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন শ্রেয়া ঘোষাল। আর যে গান নিয়ে কথা বলেছেন সেটা তারই গাওয়া ‘চিকনি চামেলি’।


শ্রেয়া জানিয়েছেন তার গাওয়া অগ্নিপথ সিনেমার চিকনি চামেলি গানটি নিয়ে তিনি আজও লজ্জাবোধ করেন। বিশেষ করে যখন ৫-৬ বছরের ছোট ছোট মেয়েরা গানের অর্থ না বুঝেই সেই গানটি গায়, তখন গায়িকার খুবই অস্বস্তি হয়। কানাডিয়ান ইউটিউবার লিলি সিং-এর সঙ্গে কথা বলার সময় শ্রেয়া বলেন, ‘আমার এরকম কিছু চটুল গান রয়েছে, যা অস্বস্তিকর বলে মনে হতে পারে, তেমনই একটি গান চিকনি চামেলি। যে গানে যৌন ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করা এবং নারীদের পণ্যের মতো দেখানো হয়েছে।’


শ্রেয়া বলেন, ‘আমি এখন এই গানটা নিয়ে কেন এত উদ্বিগ্ন? কারণ আমি যখন দেখি এই গানটা ছোট ছোট মেয়েরা, গানের অর্থ না বুঝেই গাইছে।’ গায়িকা বলেন, ‘এটা খুব মজার গান, তারা নাচ করে এই গানে, ছোট ছোট শিশুরা এসে বলে আমার সামনে তারা এই গানটা করতে চায়। সেই সময় আমার খুবই বিব্রত বোধ হয়, কারণ ৫-৬ বছরের মেয়েরা গানের ভাষার অর্থ না বুঝেই তা গাইতে চাইছে। এটা তাদের মানায় না, শুনতে ভাল লাগে না তাদের গলায়। আমি এটা চাই না।’


শ্রেয়া আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমি এখন এই বিষয়ে কিছুটা সচেতন হচ্ছি। কারণ আজকাল ছোট ছোট মেয়েদের এই গান গাইতে দেখি।’ এই তারকার সাফ কথা, ‘চলচ্চিত্র এবং গান আমাদের সংস্কৃতির একটি বড় অংশ। বহু মানুষের জীবন এতে প্রভাবিত হয়। কখনও কখনও কিছু গান ইতিহাসেও ঢুকে যায়। আমি এই ধরনের ইতিহাসের অংশ হতে চাই না।' প্রসঙ্গত, হিন্দি সিনেমায় এই ধরনের আইটেম গানে মহিলাদের পণ্য হিসাবে দেখানো নিয়ে বিতর্ক বহু আগে থেকেই চলছে। ক্যাটরিনা কাইফের চিকনি চামেলি তেমনই একটি গান, যেখানে অভিনেত্রী তার যৌনতা নিয়ে সাহসীকতার সঙ্গে কথা বলছেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বিনোদন
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২.৫৭ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২.৫৭ পূর্বাহ্ন