ঢাকা
খ্রিস্টাব্দ

বনশ্রীতে ২০০ ভরি সোনা ছিনতাই ব্যবসায়ীকে গুলি করে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১.৩৩ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১.৩৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1004605 জন

  • নিউজটি দেখেছেনঃ 1004605 জন
বনশ্রীতে ২০০ ভরি সোনা ছিনতাই ব্যবসায়ীকে গুলি করে

রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ২০০ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।


এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।



এতে দেখা যায় তিনটি মোটরসাইকেলে করে একদল দৃর্বৃত্ত রাস্তায় আক্রমণ করে ব্যবসায়ীকে গুলি করে সোনা নিয়ে পালিয়ে যায়।

একাধিক সূত্রে জানা যায়, ব্যবসায়ী আনোয়ার হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এ সময় তার পায়ে এবং পিঠে ধারাল অস্ত্র দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়েছে।


ঢামেকে আহত অবস্থায় আনোয়ার হোসেন বলেন, ‘অলংকার নামে আমার জুয়েলারি দোকান আছে।


রাতে দোকান বন্ধ করে দুই শ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে বাসার গেটে আসি। এ সময় তিনটি মোটরসাইকেলে প্রায় সাতজন আমার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে আমাকে লক্ষ্য করে গুলি করে। পরে আমার সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায়।

 

ঢামেক সূত্র জানিয়েছেন, ব্যবসায়ী আনোয়ার বেঁচে আছেন। তাকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি এবং পায়ে ও পিঠে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, অবস্থা শঙ্কামুক্ত।


এ বিষয়ে ঘটনাস্থল থেকে রামপুরা থানা-পুলিশের পরিদর্শক তদন্ত আতাউর রহমান বলেন, ‘একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটা দেখে কিছুটা ধারণা করা যাচ্ছে।


তা ছাড়া সিসিটিভি ফুটেজেও পাওয়া যাবে। আশা করি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারব।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১.৩৩ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১.৩৩ পূর্বাহ্ন