ঢাকা
খ্রিস্টাব্দ

ট্রাম্পের মামলা রুপার্ট মারডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১২.১৯ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ২০ জুলাই ২০২৫, ১২.১৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 436277 জন

  • নিউজটি দেখেছেনঃ 436277 জন
ট্রাম্পের মামলা রুপার্ট মারডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে

মিডিয়া মোগল রুপার্ট মারডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে এক হাজার কোটি ডলারের মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল ট্রাম্পের সঙ্গে কুখ্যাত নারী নিপীড়নকারী মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনের বন্ধুত্ব নিয়ে বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশ করেছে।


মায়ামির ফেডারেল আদালতে শুক্রবার মানহানির মামলাটি করেন ডোনাল্ড ট্রাম্প। এ মামলার মধ্য দিয়ে ৭৯ বছর বয়সী ট্রাম্প এমন এক কেলেঙ্কারির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিলেন, যা তার রাজনৈতিক ভাবমূর্তির গুরুতর ক্ষতি করতে পারে।


ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, “আমরা এইমাত্র সেই সব লোকজনের বিরুদ্ধে একটি শক্তিশালী আইনি পদক্ষেপ গ্রহণ করেছি, যারা মিথ্যা, বিদ্বেষপূর্ণ, মানহানিকর, ভুয়া খবরভিত্তিক ‘প্রবন্ধ’ প্রকাশে জড়িত, যেটা ছাপা হয়েছে এক নিম্নমানের পত্রিকায়, যার নাম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।”


দ্য ওয়াল স্ট্রিট জার্নাল গত বৃহস্পতিবার ছাপা হওয়া তাদের এক প্রতিবেদনে বলেছে, ২০০৩ সালে তখনকার আবাসন ব্যবসায়ী ট্রাম্প কুখ্যাত জেফরি এপস্টেইনকে তার জন্মদিনে একটি আপত্তিকর চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে একজন নগ্ন নারীর অবয়ব আঁকা ছিল। চিঠিতে তাদের দু’জনের মধ্যে একটি ‘গোপন বিষয়’ থাকার উল্লেখও করা হয়।


এ মামলার অভিযোগপত্রে দু’জন সাংবাদিক ও রুপার্ট মারডকের প্রতিষ্ঠান নিউজ করপোরেশনের নামও উল্লেখ করা হয়েছে।


অভিযোগপত্রে দাবি করা হয়েছে, ওই ধরনের কোনও চিঠির অস্তিত্বই নেই এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে প্রতিবেদনটি প্রকাশ করেছে, এরই মধ্যে শত শত কোটি মানুষ তা দেখেছেন।


অভিযোগপত্রে আরও বলা হয়, ‘বিবাদীদের ওই প্রতিবেদন প্রকাশের সময়কাল বিবেচনায় নিলে এর পেছনে তাদের বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য সহজেই বোঝা যায়। এতে প্রেসিডেন্ট ট্রাম্পের আর্থিক ও সুনামের যে ব্যাপক ক্ষতি হয়েছে, তা ক্রমে আরও বাড়বে।” সূত্র: বিবিসি, আল-জাজিরা


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১২.১৯ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ২০ জুলাই ২০২৫, ১২.১৯ পূর্বাহ্ন