ঢাকা
খ্রিস্টাব্দ

নাগরপুরে মত বিনিময় করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজিব

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নারগপুর (টাঙ্গাইল)
শুক্রবার, ২৭ জুন ২০২৫, ৭.৪৯ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৭ জুন ২০২৫, ৭.৪৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 505543 জন

  • নিউজটি দেখেছেনঃ 505543 জন
নাগরপুরে মত বিনিময় করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজিব
ছবি : সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের নাগরপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ নাগরপুর-দেলদুয়ার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সিঃ সহ-সভাপতি, সাবেক যুগ্ম-আহ্বায়ক, সাবেক সদস্য, খিলক্ষেত থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজিব আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে এ মত বিনিময় সভার আয়োজন করেন এলাকাবাসি।


সে সুদামপাড়া গ্রামের মৃত হাসেমের ছেলে। নাগরপুর উপজেলা উলামাদলের সভাপতি আবু বকর সিদ্দিকের উপস্থাপনায় ও ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো. আজিজুর রহমান, গোলাম মওলা ও মতিয়ার রহমান মতিন প্রমুখ। মতবিনিময় সভায় রাজিব আহমেদ বলেন, আওয়ামীলীগ সরকারের সময় করা ৭০টি এজাহারভুক্ত মামলায় ৫ বার তাকে গ্রেফতার করা হয়েছে। ২০১৮ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনার দিন ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে এক একে ৩৪টি মামলা দিয়ে ২২ দিন পুলিশি রিমান্ডে অমানুষিক নির্যাতন করা হয়।


এসব মামলায় ১৪৬ দিন পর হাইকোর্ট থেকে জামিনে মুক্তি হইয়ে ২য় বার ২০২০ ঢাকা সিটি নির্বাচনের প্রচার কাজ করার সময় খিলক্ষেত থানায় গ্রেফতার করে ১ দিনের রিমান্ড শেষে ১৬ দিন পর জামিন লাভ করেন। ২০২৩ সালের নির্বাচনের তফসিল ঘোষণার দিন ১৫/১১/২০২৫ ইং অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে মিছিল করার সময় যমুনা ফিউচার পার্কের সামনে থেকে গ্রেফতার হন।


পরবর্তীতে ২০২৪ সালের জানুয়ারীর ২১ তারিখে জামিনে বের হওয়ার সময় নতুন মামলায় আবার পুনরায় গ্রেফতার করলে ২ মাস ৫ দিন পর জামিনে বের হন তিনি। ক্যান্টনমেন্ট থানা অসংখ্য মামলা মামলা রয়েছে বলেও তিনি জানান। নির্যাতিত এই নেতা আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন। এসময় বক্তরা ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।




নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নারগপুর (টাঙ্গাইল)
শুক্রবার, ২৭ জুন ২০২৫, ৭.৪৯ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৭ জুন ২০২৫, ৭.৪৯ অপরাহ্ন