ফেনী পৌরসভার সৌন্দর্য বর্ধনে শহরের বিভিন্ন রোড ডিভাইডারে ফুল গাছ রোপণের উদ্যোগ নিয়েছে ফেনী পৌরসভা কর্তৃপক্ষ।
আজ সোমবার (২৩ জুন) সকালে জেল রোডের ডিভাইডারে ফুল গাছের চারা রোপণ করে সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোঃ বাতেন ।
পরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ফেনী শহরকে পরিবেশ বান্ধব ও নান্দনিক করতে শহরের বিভিন্ন ডিভাইডারে নানা রকম ফুল গাছের চারা রোপণ করেন।
এছাড়াও ফেনী পৌর সভার দায়িত্বে নিয়োজিত হওয়ার পর থেকে গোলাম মোহাম্মদ বাতেন পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানি নিস্কাশনে খাল বিল সংস্কারে সল্প সময়ে ব্যাপক প্রশংসনীয় বেশ কিছু উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যে পৌরবাসীর আস্থা অর্জন করেছেন।