ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ইলেকট্রনিক সিগারেট জব্দ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ২৩ জুন ২০২৫, ১.১৪ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ২৩ জুন ২০২৫, ১.১৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 524130 জন

  • নিউজটি দেখেছেনঃ 524130 জন
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ইলেকট্রনিক সিগারেট জব্দ
- ছবি সংবাদদাতা প্রেরিত।


চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ইলেকট্রনিক সিগারেট (ই-সিগারেট) ও ইলেকট্রনিক ধূমপান সামগ্রী উদ্ধার হয়েছে।রোববার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে আবুধাবি থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়। ফ্লাইটটি সকাল ৬টা ২০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।আমদানি নিষিদ্ধ পণ্য নিয়ে আসা মাওলানা মোহাম্মদ আইয়ুব নামে ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তবে তাকে আটক করা হয়নি।সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। 

আইয়ুবের কাছ থেকে জব্দ সামগ্রীর মধ্যে আছে- ২০টি ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম, এতে ব্যবহার্য ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি কার্টিজ এবং ৩০টি কয়েল।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন খবরের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা এনএসআই এবং বিমানবন্দরের নিরাপত্তা টিম যৌথভাবে আইয়ূবকে তল্লাশি করে আমদানি নিষিদ্ধ এসব সামগ্রী উদ্ধার করেছে। যদিও দেশে আমদানি এবং ব্যবহার নিষিদ্ধ, তবুও এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ ৭৩ হাজার টাকা। এর মধ্যে রিফিল লিকুইডের দামই প্রায় সাড়ে আট লাখ টাকা।

জিজ্ঞাসাবাদে এবং আগের নথিপত্র পর্যালোচনায় সংশ্লিষ্টরা নিশ্চিত হয়েছেন, মাওলানা আইয়ূব প্রথমবারের মতো এ ধরনের চোরাচালানে জড়িত হয়েছেন। এজন্য তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ২৩ জুন ২০২৫, ১.১৪ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ২৩ জুন ২০২৫, ১.১৪ পূর্বাহ্ন