ঢাকা
খ্রিস্টাব্দ

ইসলামিক ফাউন্ডেশনের নামে প্রতারণা: রংপুরে নজরুল ইসলামের বিরুদ্ধে তদন্তের আহ্বান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | সংবাদদাতা
গোবিন্দপুর
বুধবার, ২৫ জুন ২০২৫, ৮.৫৫ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২৫ জুন ২০২৫, ৮.৫৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 498737 জন

  • নিউজটি দেখেছেনঃ 498737 জন
ইসলামিক ফাউন্ডেশনের নামে প্রতারণা: রংপুরে নজরুল ইসলামের বিরুদ্ধে তদন্তের আহ্বান
- ছবি সংবাদদাতা প্রেরিত।


ইসলামিক ফাউন্ডেশনের নামে প্রতারণার অভিযোগে রংপুরের হাজীরহাট এলাকার নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন, রংপুর বিভাগীয় কার্যালয়।


ফাউন্ডেশনের পাঠানো স্মারক অনুযায়ী, মোঃ মানিক মিয়া নামের এক সাংবাদিক লিখিত অভিযোগে জানান, মোঃ নজরুল ইসলাম (৩৮), পিতা-মৃত ছপি-উল্লাহ, সাং-হাসনাবাজার (বাওয়াইটারী), তার কাছ থেকে ইসলামিক ফাউন্ডেশনের টিউবওয়েল সেট ও পাকা করার কথা বলে ৫০০০ (পাঁচ হাজার) টাকা গ্রহণ করেন।


তবে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় জানিয়েছে, প্রতিষ্ঠানটির এমন কোনো প্রকল্প বর্তমানে বা অতীতে নেই। এছাড়া অভিযুক্ত ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নন। তার এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে ইসলামিক ফাউন্ডেশনের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।


ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে রংপুর মহানগরের হাজীরহাট থানার অফিসার ইনচার্জকে অনুরোধ জানানো হয়েছে।


এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনসাধারণকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | সংবাদদাতা
গোবিন্দপুর
বুধবার, ২৫ জুন ২০২৫, ৮.৫৫ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২৫ জুন ২০২৫, ৮.৫৫ অপরাহ্ন