ঢাকা
খ্রিস্টাব্দ

মাদারীপুরের শিবচরে রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
রবিবার, ২২ জুন ২০২৫, ৬.১৭ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২২ জুন ২০২৫, ৬.১৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 520993 জন

  • নিউজটি দেখেছেনঃ 520993 জন
মাদারীপুরের শিবচরে রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু
ছবি- ইন্টারনেট।


মাদারীপুরের শিবচরে রেলে কাটা পড়ে মারুফ খান(২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার(২১ জুন) রাতে শিবচর উপজেলার পাঁচ্চর সংলগ্ন রেল লাইনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মারুফ দত্তপাড়া ইউনিয়নের চর বাঁচামারা এলাকার মৃত আমিন উদ্দিন খানের ছেলে।


স্থানীয়দের বরাত দিয়ে দায়িত্বরত ভাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহম্মেদ বলেন,'শনিবার সন্ধ্যার পর পাঁচ্চর এলাকার রেললাইনে এক যুবকের মৃতদেহ দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা বলেন আমাদের ধারণা যুবক রেল লাইনে বসে ছিল। ঢাকাগামী একটি ট্রেন যাওয়ার পরই রেললাইনের উপর রেলেকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা।


এসআই সাফুর আহম্মেদ আরও বলেন,'খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং নিহত ব্যক্তিকে শনাক্ত করি। কিভাবে ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি। আমরা জানার চেষ্টা করছি।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
রবিবার, ২২ জুন ২০২৫, ৬.১৭ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২২ জুন ২০২৫, ৬.১৭ অপরাহ্ন