ঢাকা
খ্রিস্টাব্দ

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে পাখির ধাক্কা, ফিরতি ফ্লাইট বাতিল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫.০১ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫.০১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 521596 জন

  • নিউজটি দেখেছেনঃ 521596 জন
এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে পাখির ধাক্কা, ফিরতি ফ্লাইট বাতিল

দিল্লি থেকে পুণেগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে পাখির ধাক্কার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ফ্লাইটটি নিরাপদে অবতরণের পর বার্ড হিটের বিষয়টি শনাক্ত করা হয়।


এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট নম্বর এআই-২৪৬৯ শুক্রবার ভোর ৫টা ৩১ মিনিটে দিল্লি থেকে ছেড়ে আসে এবং সকাল ৭টা ১৪ মিনিটে পুণে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। তবে অবতরণের কিছুক্ষণের মধ্যেই বিমানের গায়ে পাখির আঘাতের চিহ্ন খুঁজে পান গ্রাউন্ড স্টাফরা।


ঘটনার পরপরই ওই বিমানটি, যা পুণে থেকে দিল্লি ফেরার ফ্লাইট এআই-২৪৭০-তে ব্যবহৃত হওয়ার কথা ছিল, তা নিরাপত্তার কারণে গ্রাউন্ডেড করা হয় এবং ফ্লাইটটি বাতিল করা হয়।


এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, “২০ জুনের ফ্লাইট এআই-২৪৭০, যা পুণে থেকে দিল্লি যাওয়ার কথা ছিল, তা বার্ড হিটের কারণে বাতিল করা হয়েছে। বিমানটি এখন পূর্ণাঙ্গ নিরাপত্তা পরীক্ষার জন্য স্থগিত রাখা হয়েছে।’


তিনি আরো বলেন, ‘আমরা যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা নিচ্ছি।


কেউ চাইলে টিকিট বাতিল করে পুরো টাকা ফেরত পাচ্ছেন কিংবা বিনা খরচে পুনঃনির্ধারণের সুযোগও দেওয়া হচ্ছে। যাত্রীদের জন্য হোটেল থাকার ব্যবস্থাও করা হয়েছে।’

এয়ার ইন্ডিয়া আরো জানায়, ‘আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সমস্যা কমিয়ে আনতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫.০১ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫.০১ অপরাহ্ন