ঢাকা
খ্রিস্টাব্দ

১৮ থেকে ১৯ জুন পর্যন্ত

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 517229 জন

  • নিউজটি দেখেছেনঃ 517229 জন
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসি পরীক্ষা শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৬ জুন (বৃহস্পতিবার) থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে এইচএসএসি ও সমমান পরীক্ষা। এর আগে ফের ফরম পূরণের সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।


গত সোমবার (১৬ জুন) এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধির একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ১৮ থেকে ১৯ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।


সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখ ১৯ জুন পর্যন্ত করা হয়েছে। এতে আরো জানানো হয়, উক্ত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে। বিষয়টি নিশ্চিত করবেন প্রতিষ্ঠান প্রধান। এর পর আর কোনোভাবেই ফরম পূরণের আবেদন গ্রহণ করা হবে না। বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জানা গেছে, এ বছর সারা দেশের ৯ হাজার ৩১৪টি প্রতিষ্ঠানের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে চলবে ১০ আগস্ট পর্যন্ত।


এ ছাড়া ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত ব্যাবহারিক পরীক্ষা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | আরও
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন