ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শুক্রবার, ৩০ মে ২০২৫, ৪.০০ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ৩০ মে ২০২৫, ৪.০০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 602997 জন

  • নিউজটি দেখেছেনঃ 602997 জন
শিবচরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

 শিবচর পৌরসভা বিএনপি'র উদ্যোগে খান অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 


শুক্রবার (৩০ মে-২০২৫) সকাল ১০টার দিকে শিবচর খান অডিটরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ  মাহফিলের আয়োজন করা হয়। 


  ১৯৮১ সালের ৩০ শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যরা তাকে হত্যা করে। 


শিবচর পৌরসভা বিএনপি'র ১নং যুগ্ম-আহবায়ক মোঃ হেমায়েত হোসেন খানের সভাপতিত্ত্বে অনুষ্ঠান শুরু হয়। 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম- আহবায়ক  এবং মাদারীপুর -১( শিবচর) আসনের সংসদ সদস্য প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাভলু)শিবচর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ বোরহানউদ্দিন খান, শিবচর উপজেলা যুবদলের সংগ্রামী সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট শামীম চৌধুরী,শিবচর উপজেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি ইমতিয়াজ আহমেদ তুরাগ খান, ছাত্রদলের সেক্রেটারি সাইদুর রহমান বেপারী, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি সোহরাব হোসেন বেপারী, সেক্রেটারি আলমগীর হোসেন, জয়েন সেক্রেটারি মোঃ নাসির হাওলাদার, মনজিল রহমান শিহাব, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শিবচর উপজেলা শাখার আহ্বায়ক সুহাদা আক্তার,পৌর মহিলা দলের আহ্বায়ক নুরুন্নাহার বেগম, পাঁচ্চর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ওসমান বেপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। 


প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী বলেন," স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা। ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ।


দেশকে যখন তিনি সামনের দিকে নিয়ে যাচ্ছিলেন সেই সময়ে তার বিরুদ্ধে শুরু হয় দেশি-বিদেশি ষড়যন্ত্র। ১৯৮১ সালের ২৯ মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান। ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে গভীর রাতে একদল সেনাসদস্য তাকে হত্যা করে। বিপথগামী সেনাসদস্যরা তার লাশ চট্টগ্রামের রাউজানের গভীর জঙ্গলে ফেলে দেয়। ৩ দিন পর ওই লাশ উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়, শোকার্ত মানুষ  শেরেবাংলা নগরে তার জানাজায় শরিক হন। পরে জাতীয় সংসদ ভবন চত্বরে তাকে সমাহিত করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শুক্রবার, ৩০ মে ২০২৫, ৪.০০ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ৩০ মে ২০২৫, ৪.০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ