ঢাকা
খ্রিস্টাব্দ

তিতাসে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০.২১ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০.২১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 646954 জন

  • নিউজটি দেখেছেনঃ 646954 জন
তিতাসে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

কুমিল্লার তিতাসে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের SOD এর আলোকে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।


মঙ্গলবার (২০ মে) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (মূল্যায়ন ও পরিবীক্ষণ), (যুগ্মসচিব), মো. শাহ্ আলম।


উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মোহাম্মদ আবেদ আলী।


এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সরফরাজ হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মিলন চাকমা, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো.শাহিদুল ইসলাম,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিনসহ সভায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগে করনীয় শীর্ষক বিষয়াবলী নিয়ে প্রশিক্ষণ  ও ধারণা প্রদান করা হয়।


বিশেষ করে সম্প্রতি সময়ে তিতাস উপজেলায় প্রলয়ঙ্কারী বন্যা ও বন্যা পরবর্তী মানুষের পূনর্বাসন, খাদ্য সহায়তা, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা,জনস্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়,আশ্রয় কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত, গবাদীপশুপাখির খাদ্য সংকট নিরোসন, বিদ্যুৎ ব্যবস্হা সচল, জরুরী স্যানিটেশন, হাইজেনিক ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


এসময় আরো উপস্থিত ছিলেন, তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সদস্য মো. সাকিব হোসেইন, জুয়েল রানা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক, আব্দুল আজিজ, নাঈম সরকারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবসহ উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সদস্য ও উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিলা সদস্যবৃন্দ।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০.২১ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০.২১ অপরাহ্ন