ঢাকা
খ্রিস্টাব্দ

ইয়েমেনে নৌকাডুবির ঘটনায় নিহত ৩৮, নিখোঁজ ১০০

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1871370 জন

  • নিউজটি দেখেছেনঃ 1871370 জন
ইয়েমেনে নৌকাডুবির ঘটনায় নিহত ৩৮, নিখোঁজ ১০০
ছবি : সংগৃহীত

ইয়েমেনের উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে হর্ন অফ আফ্রিকা থেকে আগত অন্তত ৩৮ জন অভিবাসী নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরো ১০০ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্মকর্তারা খবরটি নিশ্চিত করেছেন।

জীবিতরা উদ্ধারকারীদের বলেছেন, প্রায় ২৫০ জনসহ জাহাজটি প্রবল বাতাসের কারণে ডুবে যায়। এডেনের পূর্বে রুদুমের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকায় যারা ছিল তারা সবাই অভিবাসী। বেশিরভাগ মানুষ ইথিওপিয়া থেকে উপসাগরীয় রাজ্যগুলোতে পৌঁছানোর জন্য ইয়েমেনকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে।

ইয়েমেনের রুদুম জেলার পরিচালক হাদি আল খুরমা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘নৌকাটি তীরে পৌঁছানোর আগেই ডুবে যায়।
মৎস্যজীবী এবং বাসিন্দারা ৭৮ জন অভিবাসীকে উদ্ধার করতে পেরেছেন। তারা জানিয়েছেন, একই নৌকায় তাদের সঙ্গে থাকা আরো ১০০ জন নিখোঁজ রয়েছে।’

তিনি আরো বলেন, ‘উদ্ধার অভিযান এখনও চলছে এবং জাতিসংঘকে ঘটনাটি জানানো হয়েছে।’ জাতিসংঘের হিসাবে, গত বছর হর্ন অফ আফ্রিকা থেকে ইয়েমেনে ৯৭ হাজার অভিবাসী এসেছে।

ইয়েমেনে যুদ্ধ এবং লোহিত সাগরে জাহাজে সাম্প্রতিক হুথি হামলা সত্ত্বেও এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ