ঢাকা
খ্রিস্টাব্দ

রুহুল কবির রিজভী

বিএনপির সদস্য হতে পারবেন আওয়ামী লীগের ফ্রেশ মানুষরা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১.৫৮ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ০৯ মে ২০২৫, ১.৫৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 710230 জন

  • নিউজটি দেখেছেনঃ 710230 জন
বিএনপির সদস্য হতে পারবেন আওয়ামী লীগের ফ্রেশ মানুষরা

আওয়ামী লীগের ক্লিন ইমেজের কর্মীরাও বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


রিজভী বলেন, আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটিকে পছন্দ করেনি, এই ধরনের মানুষ- তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবেন না কেন! এছাড়াও আমরা চাচ্ছি সমাজে যারা ফ্রেশ মানুষ (তাদেরকে)। আমাদের যে আদর্শ তা বিশ্বাস করেন কিনা তারপর আমরা যাচাই-বাছাই করবো।


তিনি বলেন, যাচাই-বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে, কারণ কোনো দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে, জমি দখল করেছে, টাকা পাচার করেছে তারা নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে সেটাকে যাতে খুব শক্তভাবে এড়িয়ে যেয়ে একেবারে সমাজের ফেশ মানুষ যাদের সুনাম আছে, এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে এরা আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়, আমরা সেটাই টার্গেট করবো। 


তিনি আরও বলেন, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই বিএনপির সদস্য নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। 


অনেকেই ‘স্বৈরাচার আমলে’ বিএনপির সদস্য হতে চেয়েও পারেননি উল্লেখ করে তিনি বলেন, এখন সেই ভীতিকর পরিস্থিতি না থাকায় অনেকেই সদস্য সংগ্রহ অভিযানে সাড়া দেবে। বিএনপির লক্ষ্য, এক কোটিরও বেশি নতুন কর্মী দলের সঙ্গে যুক্ত করা।


এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সব বিভাগীয় শহরে এ সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে বলেও জানান রিজভী।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১.৫৮ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ০৯ মে ২০২৫, ১.৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ