ঢাকা
খ্রিস্টাব্দ

ড্যাব ও ছাত্রদলের উদ্যোগ

‘হেপাটাইটিস বি’ ভ্যাকসিন পাবেন জাবির ১০ হাজার শিক্ষার্থী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২.৪৩ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২.৪৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 712921 জন

  • নিউজটি দেখেছেনঃ 712921 জন
‘হেপাটাইটিস বি’ ভ্যাকসিন পাবেন জাবির ১০ হাজার শিক্ষার্থী

 ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০ হাজার শিক্ষার্থীকে ‘হেপাটাইটিস বি’ ভ্যাকসিন দেওয়া হবে।


বুধবার (৭ মে) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের এই কর্মসূচির আওতায় থাকছে উন্নতমানের টেস্ট কিট দিয়ে ফ্রি হেপাটাইটিস বি স্ক্রিনিং। স্ক্রিনিংয়ে পজিটিভ না থাকলে ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদান করা হবে।



তিন ধাপে এ কার্যক্রমের মাধ্যমে এক মাস অন্তর অন্তর ১০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। টিকা কার্যক্রমের জন্য নিবন্ধন শুরু হয়েছে বৃহস্পতিবার (৮ মে)। যা চলবে আগামী ২১ মে পর্যন্ত।


নিবন্ধিত শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা ও স্ক্রিনিং কার্যক্রম চলবে ১০ মে থেকে ২১ মে পর্যন্ত।



আর প্রথম ডোজ দেওয়া হবে ১৪ মে থেকে ২২ মের মধ্যে। পরবর্তী দুই ডোজ প্রথম ডোজের এক মাস পরপর দেওয়া হবে। নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের নিচের লিংকে প্রবেশ করতে হবে — http://146.190.101.95:5002/registration/ju

এ বিষয়ে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন, ‘প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের ৩১ দফার একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্যখাতসহ রাষ্ট্রের সব বিষয়ই সংস্কার করতে হবে।


সেই লক্ষ্য নিয়ে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তারই অংশ হিসাবে জাবিতে শিক্ষার্থীদের হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘এর মধ্য দিয়ে সবাইকে স্বাস্থ্য সচেতন করতে চাই। আর আমরা একটা বার্তা সারা দেশের মানুষকে দিতে চাই, তা হচ্ছে ভবিষ্যতে স্বাস্থ্যখাতকে সংস্কার করে সবার জন্য সহজলভ্য সেবা নিশ্চিত করার পরিকল্পনা আমাদের দলের রয়েছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২.৪৩ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২.৪৩ পূর্বাহ্ন