ঢাকা
খ্রিস্টাব্দ

আজ ফের জরুরি নিরাপত্তা বৈঠকে বসছেন মোদি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১.২৭ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১.২৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 778757 জন

  • নিউজটি দেখেছেনঃ 778757 জন
আজ ফের জরুরি নিরাপত্তা বৈঠকে বসছেন মোদি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেন মোদি সরকার। নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে আবারও এ বৈঠকে বসতে যাচ্ছে মোদি।


মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এই কমিটিতে আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগাযোগমন্ত্রী নিতিন গড়কড়ি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এবং অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীরা।


নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকের পর রাজনীতি বিষয়ক কমিটির (সিসিপিএ) সঙ্গে আলোচনায় বসবেন ভারতের প্রধানমন্ত্রী। রাজনীতি বিষয়ক কমিটির বৈঠকের পর মোদি অর্থনীতি বিষয়ক কমিটির সঙ্গেও আলোচনায় যোগ দেবেন। এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, সিন্ধু নদের চুক্তি বাতিলসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন মোদি।


গত ২২ এপ্রিল পহেলগামে হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন এবং ২০০০ সালের পর থেকে এটি ওই অঞ্চলে সবচেয়ে মারাত্মক সশস্ত্র হামলাগুলোর মধ্যে একটি। এ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টপাল্টি পদক্ষেপে উত্তেজনা বিরাজ করছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১.২৭ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১.২৭ পূর্বাহ্ন