ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে স্বেচ্ছাসেবকদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | শিবচর, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৫৪ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৫৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1001905 জন

  • নিউজটি দেখেছেনঃ 1001905 জন
শিবচরে স্বেচ্ছাসেবকদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচরে ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ) এর উদ্যোগে স্বেচ্ছাসেবীদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার বাখরের কান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন সেচ্ছাসেবী অংশগ্রহণ করে।


জানা গেছে, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘ ১৬ বছর বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করে যাচ্ছে।


সংগঠনটির দিনব্যাপী কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। বাল্য বিয়ে ও যৌতুকের বিরুদ্ধে স্বেচ্ছাসেবকদের ভূমিকা, প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতায় কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ও মোবাইল আসক্তি থেকে কিভাবে বের হওয়া যায় এবং স্বেচ্ছাসেবকদের ভূমিকা ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন, বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর হারুন অর রশিদ, প্রশিক্ষক এস.এম. দেলোয়ার হোসাইন ও শহিদুল ইসলাম। 



উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘ ১৬ বছর যাবত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করে আসছে। ২০০৯ সাল থেকে- মুক্তি যোদ্ধাদের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও দেশপ্রেম জাগ্রত করা, করোনা ভাইরাস (কোভিড-১৯) সচেতনতা কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে উদ্ভদ্ধ করন, নিরাপদ সড়ক কার্যক্রম (নিসকা), বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল হেল্থ এডুকেশন প্রোগ্রাম (SHEP), প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতায় কার্যক্রম (RHEP), স্তুন ও জরায়ূমূখ ক্যান্সার সচেতনতা প্রতিরোধ কর্মসূচি, সেলুন ভিত্তিক হেপাটাইটিস বি সচেতন কার্যক্রম, মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম, ফরমালিন ও খাদ্যে ভেজাল সচেতনতা কার্যক্রম, জাতীয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবাক্যাম্প সহ বিভিন্ন সামাজিক স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মসূচী, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হেল্থ চেকআপ, বাল্য বিয়ে ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোল, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা কার্যক্রম, নৈতিক শিক্ষা কার্যক্রম, গ্রামীন নারী ও কিশোরীদের মাসিক ব্যবস্খাপনা ও প্রশিক্ষণ কর্মসূচি, প্রতিন্ধবী ও অটিজম শিশুদের সেবা ও সচেতনতা কার্যক্রম করে আসছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | শিবচর, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৫৪ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৯.৫৪ অপরাহ্ন