ঢাকা
খ্রিস্টাব্দ

আবারও এক-এগারোর শঙ্কা মঈন খানের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১.৪৬ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১.৪৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1028171 জন

  • নিউজটি দেখেছেনঃ 1028171 জন
আবারও এক-এগারোর শঙ্কা মঈন খানের
ছবি : সংগৃহীত

আবারও এক-এগারোর শঙ্কার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই’ বিষয়ক জাতীয় সংলাপে তিনি এই শঙ্কার কথা জানান। 


মঈন খান বলেন, ‘এক-এগারোর অরাজনীতিকরণ এখন আবার দেখতে পাচ্ছি। ক্ষমতার জন্য রাজনৈতিক দলের সদস্যও নেতা হতে চান। টার্গেট থাকে সংসদ সদস্য কিংবা মন্ত্রী হতে হবে। এটা লক্ষ্য হলে তো রাজনীতিবিদ হওয়া হবে না।’ চলমান সংস্কারের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে মঈন খান বলেন, ‘ক্ষমতায় এলে বিত্তবৈভব সব তার, এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল, আর আওয়ামী লীগ একদলীয় শাসন চালিয়ে স্বৈরাচার হয়েছে।’ সংলাপে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘দলবাজি করে কর্মী নিয়ে রাস্তায় হাঁটলে চলবে না, কাঠামোগত পরিবর্তন দরকার। মন জয় করেই নেতা হতে হবে।’ তিনি বলেন, ‘সত্যিকারের নারী ক্ষমতায়নের জন্য সরাসরি নির্বাচনে কত শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, তা পরিষ্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকে।’


সেলিমা রহমান বলেন, ‘এই মুহূর্তে নির্বাচন দরকার। রাজনৈতিক দলগুলো এবার প্রার্থী নির্বাচনে যত্নশীল হবে।’ স্কুল অব লিডারশিপ, ইউএসএ-এর উদ্যোগে সংলাপে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, দলটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার ইসলাম চৌধুরী মনি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ বক্তৃতা করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১.৪৬ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১.৪৬ পূর্বাহ্ন