ঢাকা
খ্রিস্টাব্দ

৭৫ সদস্যের কেন্দ্রীয় প্রবাসী কমিটি গঠন জাতীয় নাগরিক কমিটির

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1066848 জন

  • নিউজটি দেখেছেনঃ 1066848 জন
৭৫ সদস্যের কেন্দ্রীয় প্রবাসী কমিটি গঠন জাতীয় নাগরিক কমিটির

জাতীয় নাগরিক কমিটি চারটি মহাদেশ ও ৩০টি দেশের ৭৫ জন প্রতিনিধি নিয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেছে। রবিবার এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং প্রবাসীবিষয়ক সম্পাদক এহতেশাম হক প্রবাসী কমিটির ঘোষণা দেন।


জাতীয় নাগরিক প্রবাসী কমিটিতে যাদের স্থান দেওয়া হয়েছে তারা হলেন আব্দুর রাকীব সামি, আবু সালমান মুরাদ, আবুল বাশার রহমান, আল আমিন, আলমগীর চৌধুরী আকাশ, আলমগীর হোসেন, এনামুল হক এনাম, দেওয়ান সাহাব-উদ্দীন, দিলশানা পারুল, ইসরাত জাহান চৌধুরী, ফখরুল ইসলাম, ফারিয়া ফাহি, হাসানুল বান্না, ইমা ইসলাম, ইসলামুল হক, ইশতিয়াক আকিব, কাজী জহিরুল ইসলাম, খালেদ আহমদ, খালেদ রিদওয়ান চৌধুরী, খালিদ ইয়াহইয়া, খন্দকার আলী কাওসার, এম ফয়সাল রিয়াদ, মাহমুদুল হাসান মিলাদ, মাকসুদুল হক, মনজুরুল মাহমুদ ধ্রুব, মারজুক আহমাদ, আনিসুর রহমান, আনোয়ার হুসাইন, আরিফুল ইসলাম, ইশতিয়াক আহমেদ সাগর, যুবাইর সরদার, মো. জুবায়েদ, মোহাইমিন আল বরাত, মনির হোসেন, নাফিজ রেজা সজীব, রিদওয়ান হোসেন তালুকদার, সাদ্দাম হোসাইন এবং সাকিব হোসেন।


 

এই কমিটিতে আরো আছেন মো. বাবুল মিয়া, মিম আরাফাত মানব, মেহরাব বখতিয়ার, মীর আবরার হানিফ, মো. আরিফুর রহমান, হামেদ, ইফতেশাম চৌধুরী, মুহাম্মদ শহিদুল আলম, মঈন উদ্দিন হেলালী তৌহিদ, মুনির উদ্দিন আহমেদ, মুনা হাফসা, মুনতাসীর মামুন, নাফিসা রায়হানা, নাহিয়ান বিন খালেদ, নাজমুল বাশার, নাজমুল হোসেন, নজরুল ইসলাম বিপ্লব, নুরুল হুদা জুনেদ, ওমর ফারুক, ওমর আহমেদ ঢালি, পাবেল চৌধুরী, রাশেদুল ইসলাম, সাইফ ইবনে সারওয়ার, সালওয়া শামস, শাহ মোহাম্মদ বাহাউদ্দীন, শাম্মা জাবীন প্রমা, শারমিন আহমেদ হ্যাপি, সওগাত শারমীন কুতুবী, সৈয়দ মুশফিকুর রহমান, তাজুল ইসলাম শামীম, তারেক আজিজ বাপ্পী, তৌকির আজিজ, তনিমা তাসনিম অনন্যা, উল্লাস জায়েদ, জাফরুল হাসান, জাহিন রাইদাহ মাইশা ও জিয়াউল হাশেম।



এসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য।


সংবাদ সম্মেলনে তাসনিম জারা বলেন, ‘আমাদের দীর্ঘদিনের একটি ধারণা ছিল যে মেধাবী, শিক্ষিত এবং সৎ মানুষ রাজনীতিতে আসে না। কিন্তু জুলাই বিপ্লব সেই ধারণাকে ভেঙে দিয়েছে। আজ আমরা দেখছি, পেশাদার এবং দক্ষ ব্যক্তিরা রাজনীতিতে এগিয়ে আসছেন, দেশ পুনর্গঠনে তারা অবদান রাখতে চান।



এই কমিটিতে আমরা পেয়েছি জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরোসার্জন, একাডেমিশিয়ান, ডেটা অ্যানালিস্ট, কর্মী, ইমাম এবং ব্যবসায়ী। এদের সবার সংকল্প বাংলাদেশ পুনর্গঠনে অবদান রাখা।’

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, ‘জাতীয় নাগরিক কমিটি দেড় কোটি প্রবাসীর প্রতিনিধি হিসেবে কাজ করবে। আগামী নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাই।



জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘তারা শুধু প্রবাসে বসে দেশের জন্য চিন্তা করেন না, তারা দেশের জন্য কাজ করতে প্রস্তুত।’


প্রবাসীবিষয়ক সম্পাদক এহতেশাম হক বলেন, ‘আমি ২২ বছর পর আমার মাতৃভূমিতে ফিরে এসেছি, কারণ আমি বিশ্বাস করি, এখন দেশের জন্য কিছু করার সময়। আমি চাই, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রতিটি প্রবাসী বাংলাদেশি দেশের জন্য তাদের মূল্যবান জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগাবেন।’


তিনি জানান, কেন্দ্রীয় প্রবাসী কমিটি দেশ পুনর্গঠনে যে ক্ষেত্রগুলো নিয়ে কাজ করবে, তার মধ্যে রয়েছে আওয়ামী লীগের শাসনামলে লুণ্ঠিত অর্থ ফেরত আনতে ক্যাম্পেইন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দেশের অর্থনৈতিক,  শিক্ষামূলক এবং সাংস্কৃতিক বিনিময়কে সহজ করা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন