ঢাকা
খ্রিস্টাব্দ

ইসরায়েল ভয়াবহ হামলা চালাল গাজায় , নিহত ১০০

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| অনলাইন ডেস্ক
আর্ন্তজাতিক ডেস্ক
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১০.৫২ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১০.৫২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1375506 জন

  • নিউজটি দেখেছেনঃ 1375506 জন
ইসরায়েল ভয়াবহ হামলা চালাল গাজায় , নিহত ১০০
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একদিনে অন্তত ১০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।



রোববার (১ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।



এতে বলা হয়, দখলদার বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে। একক এই বিমান হামলাতে প্রথমে ৪০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়। দিন শেষে নিহতের সংখ্যা ১০০ জনে পৌঁছেছে।



গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৩৮২ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ।



এ ছাড়া দখলদারদের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।



উল্লেখ্য, ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| অনলাইন ডেস্ক
আর্ন্তজাতিক ডেস্ক
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১০.৫২ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১০.৫২ পূর্বাহ্ন