ঢাকা
খ্রিস্টাব্দ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রগতিশীল নাগরিক সমাজের আলোচনা সভা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১.৪৭ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১.৪৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1422250 জন

  • নিউজটি দেখেছেনঃ 1422250 জন
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রগতিশীল নাগরিক সমাজের আলোচনা সভা

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে প্রগতিশীল নাগরিক সমাজ -এর উদ্যোগে শুক্রবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মহান স্বাধীনতাযুদ্ধে সশস্ত্র বাহিনীর শাহাদাতবরণকারী সদস্যদের ও বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার শাফায়েত সরোয়ারের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যাংকার ও শহীদ স্কোয়াড্রণ লিডার শাফায়েত সরোয়ারের পিতা সরোয়ার শহীদউল্লাহ প্রধান।  সভাপতির ভাষণে হায়দার আলী চৌধুরী বলেন, আমাদের মহান স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অপরিসীম আত্মত্যাগ জাতি প্রতি বছরের ২১শে নভেম্বর গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। তিনি বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তানী হানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত্র সাধারণ মানুষের ওপর আক্রমণ করে হাজার হাজার মানুষকে হত্যা করে।

সশস্ত্র বাহিনী বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলে এবং পূরো বাংলাদেশকে ১১টি সামরিক সেক্টরে বিভক্ত করে সাধারণ কৃষক শ্রমিক জনতা ও মুক্তিযোদ্ধাদেরকে নেতৃত্ব দিয়ে মাত্র নয় মাসের যুদ্ধে শত্রুবাহিনীকে পরাজিত করে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে মহান স্বাধীনতা ছিনিয়ে আনে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোহাম্মদ শাহাবুদ্দিন, সাধন দাশ, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ইউসুফ, সুমি আক্তার, সবিতা বিশ্বাস, মিজানুর রহমান, আবুল খায়ের, রোজিনা আক্তার, মোহাম্মদ শহীদুল, আবু তাহের ও নেজাম উদ্দীন প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১.৪৭ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১.৪৭ পূর্বাহ্ন