ঢাকা
খ্রিস্টাব্দ

ছোটপর্দায় নজর কেড়েছেন নবাগত অভিনেত্রী তাহিয়া

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


বিনোদন ডেস্ক :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬.১১ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬.১১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1446456 জন

  • নিউজটি দেখেছেনঃ 1446456 জন
ছোটপর্দায় নজর কেড়েছেন নবাগত অভিনেত্রী তাহিয়া
ছবি : সংগৃহীত

ছোট পর্দার এই প্রজন্মের নবাগত অভিনেত্রী নওবা তাহিয়া। ইতিমধ্যে ভালো কিছু গল্পের নাটকে অভিনয় করে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছেন। সম্প্রতি তার অভিনীত বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে। প্রথম নাটক পথিক সাধন রচিত ও পরিচালিত 'আমার ঠিকানা তুমি' ও অন্যটি সেজান নূর রচিত ও মোহন আহমেদ পরিচালিত ‘ভালোবেসে রেখো’।



দুটি নাটকই অল্প সময়ের ব্যবধানে আলাদাভাবে দশ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। দুটি নাটকেই নওবার বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ। দুটি নাটকেই অনবদ্য অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছেন এবং প্রশংসিত হচ্ছেন নওবা। নওবা তার সাফল্য প্রসঙ্গে বলেন, ‘নাটক প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। দুটি নাটকেরই গল্প এবং চরিত্র আমার কাছে বেশ ভালো লেগেছে। অভিনয় করে আনন্দ পেয়েছি। ফলাফলও ভালো পেয়েছি। দর্শকের প্রতি আমি কৃতজ্ঞ। সবসময় তারা আমার অভিনীত নাটক উপভোগ করেন এবং তাদের অনুভূতি প্রকাশ করেন। ধন্যবাদ জানাই নির্মাতা পথিক সাধন ভাইয়া ও মোহন আহমেদ ভাইকে। আমার সহশিল্পী পার্থ শেখ ভাইয়ার কাছেও আমি কৃতজ্ঞ। আগামীতে আরো ভালো গল্পের নাটকে কাজ করার প্রত্যাশা রাখি।’



বিটিভিতে ছোটদের অনুষ্ঠানে আবৃত্তি দিয়ে শুরু, এরপর বিটিভিতেই উপস্থাপনা। ২০২১ সালে বিটিভিতে প্রচারিত হয় তার প্রথম নাটক। এরপর থেকে নাটক ও বিজ্ঞাপনে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। ওয়েব ফিল্ম 'পুনর্মিলনে' অভিনয়ের মাধ্যমে তিনি প্রশংসিত হন। এটা ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।



এই ওয়েব ফিল্ম প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন অডিশন দিতে যাই, তখন সবাই বললেন, ‘‘তুমি একটু সিনথি চরিত্রটা করে দেখাও তো।’’ করে দেখানোর পর আরিয়ান ভাই বললেন,‘‘আমরা সিনথি পেয়ে গেছি।’’ তারপর সিনথি চরিত্রে অভিনয় করে আমি খুব প্রশংসা পেয়েছি ‘ মডেলিং, বিজ্ঞাপন, উপস্থাপনা এবং নাটকে নিয়মিত কাজ করে তিনি দর্শকের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছেন।



নওবা অভিনীত অন্যান্য আলোচিত নাটকের মধ্যে রয়েছে-'সালিশ', 'মেঘফুল', 'প্রথম প্রেমের বানান ভুল' (শর্টফিল্ম) সহ 'বুনোহাঁস', 'বিসর্জন', 'বড্ড মায়া লাগে', 'সহযাত্রী', 'জেদ' ইত্যাদি। অভিনয় দিয়ে এই কনিষ্ঠ অভিনেত্রী সবার মন জয় করে শোবিজ অঙ্গনে তারা হয়ে জ্বলজ্বল করতে চান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ


বিনোদন ডেস্ক :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬.১১ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬.১১ অপরাহ্ন