ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরো দুইজনের মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ।।
নিউজটি দেখেছেনঃ 1450765 জন
  • নিউজটি দেখেছেনঃ 1450765 জন
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরো দুইজনের মৃত্যু


চট্টগ্রামে আরও দুই জনের মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। ডেঙ্গুতে মৃত্যু হওয়া দুই জন হলেন, ওমর ফারুক (২০) এবং শাবানা (৩০)। এর মধ্যে ওমর ফারুক বান্দরবানের লামা এলাকার এবং শাবানা সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। দুই জনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় এদের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন ৩৯ জন রোগী। 


এদিকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।


সোমবারের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে ২৫ জনই ভর্তি হয়েছেন চমেক হাসপাতালে। বাকি ১০ জনের মধ্যে ৪ জন বিভিন্ন উপজেলা হাসপাতালে ও ৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হন।এ বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৬৪৪ জন। এর মধ্যে চলতি নভেম্বরে ভর্তি হয় ৭০৯ জন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ