দক্ষিণ বৈরুতের শহরতলিতে শুক্রবার (১ নভেম্বর) ভোরে ইসরাইলি বাহিনী ১০টি হামলা চালিয়েছে, যা চলমান সংঘাতের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার আগে সেনাবাহিনী ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেয়।
এএফপি টিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার পর বিভিন্ন ভবন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে। ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলোতে এই হামলাগুলো পরিচালনা করেছে এবং এতে বেশ কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
ন্যাশনাল নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, গৌবেইরি, আল-কাফাত, সাইয়েদ হাদি হাইওয়ে এবং পুরাতন বিমানবন্দর সড়কে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলি বাহিনী দক্ষিণ বৈরুতের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে।
এই হামলার ঘটনাটি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের একদিন পর ঘটে, যখন লেবানন যুদ্ধের সমাপ্তির সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি বিমান হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত ১,৮২৯ জন নিহত হয়েছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।