ঢাকা
খ্রিস্টাব্দ

গাইবান্ধায় এইচপিভি টিকা গ্রহণ করে অসুস্থ ১৬ শিক্ষার্থী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা ।।
নিউজটি দেখেছেনঃ 1605316 জন
  • নিউজটি দেখেছেনঃ 1605316 জন
গাইবান্ধায় এইচপিভি টিকা গ্রহণ করে অসুস্থ ১৬ শিক্ষার্থী
ছবি- টিকা নেয়ার পর শিক্ষার্থীদের একাংশ।


জরায়ু ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা সারাদেশের মত করে গাইবান্ধা জেলায়ও দেয়া হয়েছে। এতে গোবিন্দগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয়ের ১৬ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তবে চিকিৎসক বলছেন, টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে নয়, তারা ভয়েই অসুস্থ হয়েছে।



বুধবার (৩০ অক্টোবর) গোবিন্দগঞ্জ উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান- ডা. নুরুল হক প্রি-ক্যাডেট স্কুলে এইচপিভি টিকা প্রদান কর্যক্রম চলছিল। হাসপাতালের দায়িয়ত্বরত চিকিৎসক ওই ছাত্রীদের টিকা প্রদান করেন। এরপর বেলা দেড়টার দিকে বেশ কয়েকজন ছাত্রী টিকা নেওয়ার পর শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের অসুস্থতা বোধ করে। হঠাৎ ১৬ জন ছাত্রী বেশি অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।



একাধিক ছাত্রী জানায়, টিকা নেওয়ার পরেই তাদের পেট ব্যাথা, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ দেখা দেয়।



এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়েদ জামান জিতি বলেন, ছাত্রীরা ভয় ও আতঙ্কে অসুস্থ হয়েছে। বড় কোনো সমস্যা নেই। টিকা নেওয়ার কারণে তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ