ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ১৫ টি মালিক-চালক সংগঠনের যৌথ সভায় যাত্রী সেবা নিশ্চিতের আহবান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ।।
নিউজটি দেখেছেনঃ 1641757 জন
  • নিউজটি দেখেছেনঃ 1641757 জন
চট্টগ্রামে ১৫ টি মালিক-চালক সংগঠনের যৌথ সভায় যাত্রী সেবা নিশ্চিতের আহবান
ছবি- মালিক-চালকদের রেজিষ্ট্রেশনকৃত ১৫ টি সংগঠনের যৌথ সভা।

চট্টগ্রাম মহানগর এলাকার বাস, মিনিবাস,হিউম্যান হলার,অটোটেম্পু, সিএনজি বেবিট্যাক্সি মালিক-চালকদের রেজিষ্ট্রেশনকৃত ১৫ টি সংগঠনের যৌথ সভা রোববার (২৭ অক্টোবর) বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়। আলমাস ভবনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তরুন দাশ গুপ্ত ভানু। প্রধান অতিথি ছিলেন কালুরঘাট বাস মালিক সমিতির সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো.নাজিম উদ্দিন।


বক্তব্য রাখেন, মো. শহিদুল ইসলাম (সমু), বদিউল আলম মজুমদার (বাদল), মো আকরাম শেখ, মো.কলিম উল্লাহ, এনায়েতুর রহমান, ইউনুস খান, মো. মোজাহের হোসেন মোজাহের, আব্দুল ওয়াহাব বাবুল, তানভির আহম্মেদ, নুরুল ইসলাম, মো ছাবের আহম্মেদ (টারজেন), মো.শাহ আলম হাওলাদার, মো.সেলিম, ফারুক হোসেন, মো শরিফুল ইসলাম প্রমুখ।


সভায় যাত্রী সাধারণের পরিবহন সেবা নিশ্চিতের আহবান জানানো হয়। এছাড়া মহানগরে চলাচলরত যাত্রী পরিবহন সেবা ও চালক-মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের সাথে আলোচনার সিদ্ধান্ত, ন্যায়সংগত দাবি আদায়ে সম্মিলিত কর্মসুচি ঘোষণায় ঐক্যবদ্ধ প্লাটফর্ম গঠনকল্পে মহানগর বাস,মিনিবাস,হিউম্যান হলার, অটোটেম্পু, সিএনজি বেবিট্যাক্সি মালিক-চালক ঐক্য পরিষদ গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. জাফর আহম্মদকে আহবায়ক ও মো. নজরুল ইসলাম সরকারকে সদস্য সচিব করে ৩২ সদস্য বিশিষ্ট পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ