ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে গোলাগুলিতে যুবক নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ।।
নিউজটি দেখেছেনঃ 1688245 জন
  • নিউজটি দেখেছেনঃ 1688245 জন
চট্টগ্রামে গোলাগুলিতে যুবক নিহত
প্রতীকি ছবি।

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় দু’গ্রুপের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আফতাব উদ্দিন তাহসীন (২৭)। সোমবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।নিহত তাহসীন চান্দগাঁও থানার ৪ নম্বর ওয়ার্ডের হাজীরপুল এলাকার দিলা মিস্ত্রি বাড়ির মো. মুসার ছেলে। 


যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গোলাগুলির খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি এখন।


এদিকে নগর পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, শমসেরপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী সরোয়ার ও সাজ্জাদ গ্রুপের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। নিহত তাহসান নামে ওই যুবক সরোয়ার গ্রুপের সমর্থক।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ