ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কর্মরতদের মানববন্ধন

আন্দোলন থেকে শিক্ষার্থীদের সরে আসার আহ্বান।
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো।।
নিউজটি দেখেছেনঃ 1686638 জন
  • নিউজটি দেখেছেনঃ 1686638 জন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কর্মরতদের মানববন্ধন
ছবি- শিক্ষা বোর্ডের সামনে কর্মকর্তা-কর্মচারীদের আয়োজিত মানববন্ধন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে কর্মকর্তা-কর্মচারীদের আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে মানববন্ধনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম বলেছেন, বার বার শিক্ষার্থীরা এসে শিক্ষাবোর্ড ঘেরাও করছে। অনেক কর্মচারীকে হেনস্তা করেছে। অভিভাবকদের অনুরোধ করছি আপনাদের ছেলে-মেয়েদের বুঝান। তাদেরকে ঘরে নিয়ে যান। আমি বার বার তাদের বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু তারা তাদের অযৌক্তিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ সময় তারা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশের দাবি জানান।


মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক আমিরুল মোস্তফা, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, উপ সচিব বেলাল হোসেন, উপ কলেজ পরিদর্শক বিজয় ভৌমিক প্রমুখ।


শিক্ষা বোর্ড চেয়ারম্যান আরও বলেন, এখানে অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। আন্দোলনকারীদের মধ্যেও অনেক দুষ্কৃতিকারী থাকতে পারে। তারা এ আন্দোলনকে অন্য দিকে নিয়ে যেতে পারে। সেজন্য শিক্ষার্থীদের সর্তক থাকতে হবে। 


চেয়ারম্যান বলেন, গত ১৫ অক্টোবর ২০২৪ সালের এইচএসসির ফলাফল প্রকাশিত হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুসরণ করে আমরা ফলাফল দিয়েছি। এবছরও গত বছরের কাছাকাছি ফলাফল হয়েছে। শিক্ষার্থীদের অনুরোধে আমরা পরীক্ষাও পিছিয়েছি বার বার। তাদের দাবির প্রেক্ষিতে পরীক্ষার কিছু অংশও বাতিল করেছি। মাত্র ৭টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যেসব পরীক্ষা হয়নি সে সব বিষয়ে এসএসসির নম্বরের ভিত্তিতে আমরা ফলাফল দিয়েছি। এখানে মনে রাখতে হবে, একটা পরীক্ষা যখন অনুষ্ঠিত হয় সেখানে কেউ ফেল করবে আবার কেউ পাস করবে। এটি একটি বিচারিক কার্যক্রম।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো।।

আপডেট :