ঢাকা
খ্রিস্টাব্দ

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রিভিউ শুনানি ২৪ অক্টোবর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1679924 জন
  • নিউজটি দেখেছেনঃ 1679924 জন
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রিভিউ শুনানি ২৪ অক্টোবর
ছবি : সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে পৃথক দুটি রিভিউ আবেদনের শুনানি আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। চেম্বার আদালত এ দিন ধার্য করেছেন। রবিবার (২০ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক শুনানির তারিখ নির্ধারণ করেন।


রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ড. শরীফ ভুঁইয়া। ২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন। মূল রায়ে বলা হয়েছিল, দুটি নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট অনুষ্ঠিত হতে পারে, কিন্তু পরে তা রাখেননি।


গত ১৬ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিভিউ আবেদন করেন। অন্যদিকে, গত আগস্টে সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারও একই বিষয়ে পৃথক রিভিউ আবেদন করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ