ঢাকা
খ্রিস্টাব্দ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মাইনীমুখ বাজার পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
লংগদু (রাঙ্গামটি) উপজেলা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০.১২ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০.১৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 133178 জন

  • নিউজটি দেখেছেনঃ 133178 জন
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মাইনীমুখ বাজার পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান


লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন রাঙ্গামটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

এসময় তার সাথে ছিলেন জেলা পরিষদের সদস্য (লংগদু) মিনহাজ মুর্শিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জেলা সেক্রেটারি এডভোকেট মামুনুর রশিদ, উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন, নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ও বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আবুল কাশেম মেম্বার, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি তাজ মাহমুদ, বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আলম মুরাদ, যুবদলের উপজেলা আহবায়ক মোঃ জানে আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিয়া খান, সভাপতি এবিএস মামুন, সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন, বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম মেম্বার, সাবেক সভাপতি মোঃ আব্দুর রশিদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাজার ঘুরে ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সাথে কিতজা বলেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও পরিবারগুলোর খোজখবর নেন। এলাকার জনপ্রতিনিধিরা বাজারকে অগ্নিকান্ড প্রতিরোধ করার জন্য পানি ধরে রাখার জন্য বড় পানির হাউজ ও শক্তিশালী পানির পাম্প ব্যবস্থা করার জন্য আবেদন করেন। সাথে বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জন্য জেলা পরিষদ ও বাজার ফান্ড হতে সহযোগিতা করার অনুরোধ জানান। জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, আমরা ঘটনাস্থল দেখে গেলাম।  পরবর্তীতে জেলা পরিষদের সভায় আলোচনা করে আমরা ব্যবস্থা নিব। তিনি অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থ প্রকৃত ব্যবসায়ীদের তালিকা ও তাদের ক্ষতির পরিমান উল্লেখ করে একটি তালিকা জেলা পরিষদে জমা দেয়ার জন্য পরামর্শ দেন।

সর্বশেষ তিনি এলাকার গন্যমান্য ব্যাক্তিদের সাথে নিয়ে মাইনীমুখ বাজার ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 


উল্লেখ্য যে গত ১১ সেপ্টেম্বর, ২০২৫ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন ঐতিহ্যবাহী মাইনীমুখ বাজারের লঞ্চঘাটে  ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটাওনা ঘটে। এবং লংগদু ফায়ার সার্ভিস এবং লংগদু সেনা জোন, আনসার ও স্থানীয়দের সার্বিক সহযোগীতায় আগুন বিকাল ৫ টার দিকে নিয়ন্ত্রণে আসে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
লংগদু (রাঙ্গামটি) উপজেলা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০.১২ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০.১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ