ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ওষুধ কোম্পানির শ্রমিকদের বিক্ষোভের কারণে রাস্তা অবরোধ করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে জেএমআই কোম্পানি লিমিটেডের শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধিসহ ২১ দফা দাবি নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকামুখী ও কুমিল্লামুখী উভয় লেনে যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়, এবং রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকে পড়ে।
শ্রমিকরা অভিযোগ করেন, এক অসুস্থ শ্রমিকের চিকিৎসার জন্য ছুটি না পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। এক নারী শ্রমিক বলেন, “অসুস্থ হলে ছুটি চাওয়ার অধিকার আমাদের নেই। পরিবারে বিপদের সময়ও আমরা সহায়তা করতে পারি না।”
গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তারও সেখানে উপস্থিত হয়ে শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা করেন এবং সরে যেতে অনুরোধ করেন।
শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি প্রশাসনের আশ্বাস থাকলেও পরিস্থিতি এখনও উত্তপ্ত।