সম্প্রতি, জাতীয় শোক ও আটটি দিবস বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিয়ে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন দিবস যুক্ত হতে পারে।
নাহিদ বলেন, “ফ্যাসিস্ট সরকার কিছু দিবস চাপিয়ে দিয়েছিল। জাতীয় দিবস হলো সেই সব দিবস, যা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত।” তিনি উল্লেখ করেন, ৭ মার্চ গুরুত্বপূর্ণ হলেও জাতীয় দিবসের মর্যাদা পায় না এবং আওয়ামী লীগ অনেক দিবসকে অযথা গুরুত্ব দিয়েছে।
এদিকে, নাহিদের বক্তব্যের পর কিংবদন্তি অভিনেতা ও মুক্তিযোদ্ধা সোহেল রানা তাকে সতর্ক করেছেন। তিনি তার ফেসবুকে লিখেছেন, “ভাই নাহিদ, যখন আপনাদের জন্মই হয়নি, তখনকার দেশ ও নেতাদের নিয়ে কথা বলা আপনার জন্য বেমানান।”
এছাড়া, নাট্যকার নূনা আফরোজও মন্তব্য করেছেন, “এ দেশের মাটিতে জন্ম নিয়ে কীভাবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারে?” সোহেল রানার পোস্টে ইতিবাচক মন্তব্যের সংখ্যা বেড়েছে, যদিও কিছু মন্তব্য নাহিদের পক্ষেও এসেছে।