২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বিজয়ী জেসিয়া ইসলাম এবার মিস গ্রান্ড ২০২৪ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়ছেন। কম্বোডিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন।
ফেসবুকে ভোট চেয়ে জেসিয়া জানান, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী পেজে ফলো করে তাঁর ছবিতে লাইক এবং শেয়ার করতে হবে। লাইক করলে ১০ পয়েন্ট এবং শেয়ার করলে ৫ পয়েন্ট যুক্ত হবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন, বলেন, "সবার ভোটে আমি চ্যাম্পিয়ন হতে পারি।"
প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে, যেখানে সেরা ১০ প্রতিযোগী নির্বাচন করা হবে। এই প্রতিযোগিতায় মূলত চারটি বিষয়—বডি, বিউটি, ব্রেন ও বিজনেস—লক্ষ্য রাখা হচ্ছে।