ঢাকা
খ্রিস্টাব্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা ও বার্তা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট, ঢাকা ::
নিউজটি দেখেছেনঃ 1706949 জন
  • নিউজটি দেখেছেনঃ 1706949 জন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা ও বার্তা
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে একটি বাণী প্রদান করেছেন। তিনি বলেন, “সকল ধর্মের মর্মবাণী হচ্ছে দেশপ্রেম, শান্তি ও মানব কল্যাণ।”


তারেক রহমান শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বজুড়ে হিন্দু সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব। শরতে কাশফুলের প্রস্ফুটন এবং শীতের আবহের মধ্যে এই উৎসবের আগমন ঘটে, যা কয়েক শতাব্দী ধরে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে।


তিনি উল্লেখ করেন, উৎসবের প্রাঙ্গণ সকল মানুষের জন্য উন্মুক্ত, যা মানুষের মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করে। তার মতে, উৎসবের বাণী হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে মানবিক সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।


তিনি সকল ধর্মের মানুষের সমঅধিকার ও নিরাপত্তার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের আহ্বান জানান। তারেক রহমান বলেন, “আমরা সবাই বাংলাদেশী, এটি হোক আমাদের বড় পরিচয়।”


শেষে তিনি সকলকে আনন্দময় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, “এ উৎসবে প্রতিটি গৃহে শান্তি ও সম্প্রীতি বয়ে আসুক এবং সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সংহতি বৃদ্ধি পাক।” তিনি এবারের শারদীয় দুর্গোৎসবের সফলতা কামনা করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট, ঢাকা ::

আপডেট :