ঢাকা
খ্রিস্টাব্দ

এবারের দুর্গাপূজা বিশেষ আনন্দে পরিণত হয়েছে : ড. ইউনূস

উৎসব আয়োজনের জন্য সেনা, পুলিশ ও র‌্যাবের সহায়তা আমাদের ব্যর্থতা
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1711052 জন
  • নিউজটি দেখেছেনঃ 1711052 জন
এবারের দুর্গাপূজা বিশেষ আনন্দে পরিণত হয়েছে : ড. ইউনূস
ছবি : সংগৃহীত

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবারের দুর্গাপূজা বিশেষ আনন্দে পরিণত হয়েছে। দেশব্যাপী সব জায়গায় নির্বিঘ্নে পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, যা সবাই উপভোগ করছে।” শনিবার (১২ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, “এ উৎসবের সফলতায় সহযোগিতা করেছে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি। তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে আমরা এই আনন্দ উপভোগ করছি।”


ড. ইউনূস উল্লেখ করেন, “সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সহায়তা নিয়ে উৎসব আয়োজন করা আমাদের ব্যর্থতা। আমরা এমন সমাজ তৈরি করতে পারিনি যেখানে সবাই মিলেমিশে উৎসব উদযাপন করতে পারে। আমাদের সমাজে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে, যেখানে সকলের সমান অধিকার থাকবে।”


তিনি বলেন, “আমরা একসঙ্গে কাজ করে এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে সকল নাগরিকের অধিকার নিশ্চিত হবে।”


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :