ঢাকা
খ্রিস্টাব্দ

শক্তিশালী সৌরঝড়ের প্রভাব: ইন্টারনেট ও যোগাযোগে ব্যাঘাতের শঙ্কা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
নিউজটি দেখেছেনঃ 1710630 জন
  • নিউজটি দেখেছেনঃ 1710630 জন
শক্তিশালী সৌরঝড়ের প্রভাব: ইন্টারনেট ও যোগাযোগে ব্যাঘাতের শঙ্কা
ছবি : সংগৃহীত। অনলাইন ডেস্ক । দৈনিক লাল সবুজ বাংলাদেশ।।

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী সৌরঝড়, যা ৪০ লাখ কিলোমিটার গতিতে চলমান। এই সৌরঝড়টি ১ থেকে ৫ স্কেলের মধ্যে চতুর্থ মাত্রায় বিবেচিত হচ্ছে। এটি ইন্টারনেট, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎকেন্দ্র এবং স্যাটেলাইট অপারেশনকে বিপর্যস্ত করতে পারে। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, সৌরঝড়টি ইস্টার্ন টাইমে (ইটি) বৃহস্পতিবার ভোর থেকে দুপুর ১২টার মধ্যে পৃথিবীতে প্রভাব ফেলতে শুরু করতে পারে এবং শুক্রবার পর্যন্ত স্থায়ী হতে পারে। বাংলাদেশে এই সময় ১০ ঘণ্টা এগিয়ে। নাসার তথ্যমতে, সৌরঝড়টি বৃহস্পতিবার মধ্যরাতের আগে যেকোনো সময় পৃথিবীতে প্রবেশ করতে পারে।


এটি সূর্যপৃষ্ঠের সানস্পট এআর৩৮৪২ অঞ্চল থেকে উদ্ভূত হয়েছে, যেখানে গত মঙ্গলবার একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এই সৌরঝড়টি পৃথিবীর বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠে শক্তিশালী ভূচুম্বকীয় ঝড় সৃষ্টি করতে সক্ষম। এর ফলে বৈদ্যুতিক ও চুম্বকীয় বিকিরণের মাধ্যমে পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন ঘটতে পারে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট :
সর্বশেষ সংবাদ