পিরোজপুরের সদর উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, রাত ২টার দিকে কদমতলা ইউনিয়নের জ্ঞানসা এলাকায় নুরানী গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে ৪ শিশু, ২ নারী ও ২ পুরুষ রয়েছেন।
নিহতদের মধ্যে অন্যতম হলো মোতালেব হোসেন (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)। তারা শেরপুর জেলার খোলআচার গ্রামের বাসিন্দা। অপর পরিবারটির সদস্যরা হলেন শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (২৬), ছেলে শাহাদাত (১০) ও ছেলে আবদুল (৩)। তাদের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়।
এই দুটি পরিবার কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়ানোর পর ঢাকা ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান জানান, গভীর রাতে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়, এবং ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। মৃতদেহগুলি পিরোজপুর জেলা হাসপাতালে রাখা হয়েছে।