ঢাকা
খ্রিস্টাব্দ

সবজির দামে আগুন: টমেটো ২৮০-৩০০ টাকায়

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1720155 জন
  • নিউজটি দেখেছেনঃ 1720155 জন
সবজির দামে আগুন: টমেটো ২৮০-৩০০ টাকায়
ছবি : সংগৃহীত। ডেস্ক রিপোর্ট । দৈনিক লাল সবুজ বাংলাদেশ।।

রাজধানীর বাজারগুলোতে সবজির দাম বেড়েই চলেছে। বর্তমান পরিস্থিতিতে এক কেজি পাকা টমেটোর দাম ২৮০ টাকায় উঠেছে। অন্যান্য সবজির দামও অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, বেশিরভাগ সবজি এখন ১০০ টাকার বেশি। ক্রেতারা এ পরিস্থিতিতে বিস্ময় প্রকাশ করেছেন। বিক্রেতাদের মতে, বৃষ্টির কারণে সবজির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায়, শীতের আগাম সবজি যেমন শিম ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি ও গাজরের দাম ২০০ টাকার কাছাকাছি, এবং কাঁচামরিচের দাম ৭০ থেকে ৮০ টাকা। তবে, কিছু সবজি যেমন করলা তুলনামূলক কম দামে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।


ক্রেতারা এই পরিস্থিতিতে হতাশ। পোশাককর্মী আয়েশা আক্তার বলেন, "এমন দাম শুনে দুইটি কাঁচকলা নিয়ে যাচ্ছি। আমরা যে বেতন পাই, তা দিয়ে এসব দাম দিয়ে সবজি কিনা সম্ভব নয়।" অন্যদিকে, মোশারফ হোসেন মন্তব্য করেন, "৫০০ টাকা নিয়ে গেলে বাজারে কিছুই কেনা হয় না।" বিক্রেতারা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ার কথা বলছেন, তবে তারা নিজেও জানেন যে এ দাম ক্রেতাদের জন্য অত্যন্ত কষ্টকর।


বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে উদ্বেগ ও হতাশা স্পষ্ট। যদি এ অবস্থা চলতে থাকে, তাহলে সাধারণ মানুষের জন্য খাদ্য কেনাও দুরূহ হয়ে উঠবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ