ঢাকা
খ্রিস্টাব্দ

বাংলাদেশ সরকারের তীব্র প্রতিবাদ: মিয়ানমারের গুলিতে জেলের মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক ::
নিউজটি দেখেছেনঃ 1708433 জন
  • নিউজটি দেখেছেনঃ 1708433 জন
বাংলাদেশ সরকারের তীব্র প্রতিবাদ: মিয়ানমারের গুলিতে জেলের মৃত্যু
ফাইল ছবি /

কক্সবাজার, ১০ অক্টোবর: কক্সবাজারের টেকনাফ উপজেলায় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে মো. ওসমান (৬০) নামে এক জেলের নিহত হওয়ার ঘটনার পর বাংলাদেশ সরকার  নেপিডো সরকারের প্রতি কড়া প্রতিবাদ জানিয়েছে।



শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকা থেকে মিয়ানমারের দূতাবাসে পাঠানো এক কূটনৈতিক নোটে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নোটে বলা হয়, টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের কাছে ওসমানসহ ৫৮ জন বাংলাদেশি জেলে মাছ ধরার সময় অপহৃত হন।


একটি পরিদর্শন অনুযায়ী, গত ৯ অক্টোবর বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার সময় জেলেরা মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হন। পরে বাংলাদেশ কোস্টগার্ডের সাথে যোগাযোগের পর তাদের মধ্যে আলোচনার মাধ্যমে জেলেদের মুক্তি দেওয়া হয়।


বাংলাদেশ সরকার মিয়ানমারকে সতর্ক করে বলেছে যে, তাদের দেশের জলসীমার প্রতি পূর্ণ সম্মান জানাতে হবে এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


বিশেষ বার্তা: প্রতিবেশী দেশ হিসেবে মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ

বাংলাদেশ সরকার আশা প্রকাশ করছে যে, উভয় দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক ::

আপডেট :