চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর ১১,৫৬০.৭৭ কোটি টাকার নতুন রেল-কাম-সড়ক সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই প্রকল্পের পাশাপাশি মোট চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যার মোট ব্যয় আনুমানিক ২৪,৪১২.৯৪ কোটি টাকা। বৈঠকের পর পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, প্রকল্পের ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের অংশ ৭,৭৪৬.৬৬ কোটি টাকা, প্রকল্প সহায়তা ১৬,০১২.৩৩ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ৬৫৩.৯৫ কোটি টাকা আসবে।
এটি পুরাতন সেতুর পাশে নির্মিত হবে এবং রেলপথ মন্ত্রণালয় ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়নের পরিকল্পনা করছে। কালুরঘাট সেতুর পুরনো অবস্থা এবং মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উন্নয়নের জন্য নতুন সেতুর প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে।
প্রকল্পের লক্ষ্য হচ্ছে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে নির্বিঘ্ন রেল যোগাযোগ নিশ্চিত করা এবং ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে সংযোগের সুযোগ তৈরি করা। নতুন সেতু নির্মাণ হলে ব্যবসা-বাণিজ্যের বৃদ্ধি এবং পণ্য পরিবহন সহজতর হবে।
প্রকল্পের মধ্যে রয়েছে ৭০০ মিটার রেল-কাম-রোড ব্রিজ, ৬.২০ কিলোমিটার ভায়াডাক্ট এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ। এছাড়া মাতারবাড়ী বন্দরের উন্নয়ন, সাজেক রোড কানেক্টিভিটি এবং এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণের মতো অন্যান্য প্রকল্পও অনুমোদন পেয়েছে।