ঢাকা
খ্রিস্টাব্দ

সরকার গঠন করল নতুন চলচ্চিত্র পরামর্শক কমিটি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1719140 জন

  • নিউজটি দেখেছেনঃ 1719140 জন
সরকার গঠন করল নতুন চলচ্চিত্র পরামর্শক কমিটি
ছবি : সংগৃহীত

চলচ্চিত্র উন্নয়নে সরকার গঠন করেছে একটি নতুন জাতীয় পরামর্শক কমিটি। ২ অক্টোবর তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


কমিটিতে ২৩ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন, যার সভাপতি তথ্য উপদেষ্টা এবং সদস্যসচিব অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) হিসেবে দায়িত্ব পালন করবেন।


সদস্যদের মধ্যে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং চলচ্চিত্র শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।


কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ. আল মামুন, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক আরিফুর রহমান, তানিম নূর, বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান, সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ ঋতি, এবং চলচ্চিত্র সংসদ কর্মী আহমেদ সালেকীন।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটির কাজ হলো চলচ্চিত্র সংশ্লিষ্ট বিদ্যমান নীতি, আইন ও বিধিমালা পর্যালোচনা করা এবং প্রয়োজন হলে নতুন আইন ও নীতির সুপারিশ প্রদান করা।


এই কমিটি শিগগিরই কার্যক্রম শুরু করবে এবং বছরে অন্তত দুটি সভা অনুষ্ঠিত হবে। তাদের উদ্দেশ্য হলো চলচ্চিত্র শিল্পের উন্নয়ন সম্পর্কে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ প্রদান করা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন