চট্টগ্রামের মীরসরাই উপজেলার মস্তাননগর রেলস্টেশন এলাকায় এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার হয়েছে, যিনি ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (৫ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের আপ লাইনে রেলওয়ের নিরাপত্তাকর্মীরা লাশটি দেখতে পান।
রেলওয়ের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, যুবকের লাশ উদ্ধার করার জন্য চট্টগ্রাম রেলওয়ে পুলিশ (জিআরপি) কে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটি সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী পাহাড়িকা অথবা কর্ণফুলী ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক ফারুক হোসাইন জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে তারা বিস্তারিত তথ্য জানাবেন এবং নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।