আজ মহালয়ার শুভ দিনে দেবী অবতার রূপে সকলকে চমকে দিলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মীম। এদিন সকালে সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করেন কিছু মনোরম ছবি, যেখানে দেখা যায়, দেবীর রূপে সাজানো মীম।
ছবিতে দেখা যাচ্ছে, মীম প্রদীপদানি ও পদ্মফুল হাতে কর্কশিটের আলপনার ওপর বসে রয়েছেন। শাড়ির আঁচল মেলে বসে, ফুল সমেত প্রদীপদানিটি ছুঁয়ে দেখছেন, যা সত্যিই একটি আবহমানকালীন সৃষ্টির মূর্ত প্রতীক।
ঊৎসবের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে, তিনি পরেছেন হাফ সিল্ক কটনের লাল পাড়ের সাদা শাড়ি। মিমের সাজসজ্জায় রয়েছে নাকছাবি, হাতের ওপরিভাগে হাটবাজু, এবং হাতে শাঁখা, পলা ও বালা। গলায় সিতাহারি, কপালে সিঁদুর এবং ঠোঁটে লাল লিপস্টিক, যা তাকে দেবীর আদলে আরও আকর্ষণীয় করে তুলেছে।
অনুরাগীরা তার এই দেবী রূপে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন, "আপনি সবই পারেন," এবং "খুব সুন্দর, চমৎকার- এক কথায় নজিরবিহীন।" একজন নেটিজেন মন্তব্য করেছেন, "একদম মা দুর্গার মত লাগছে, খুব সুন্দর।"
মহালয়ার এই বিশেষ দিনে বিদ্যা সিনহা মীমের দেবী রূপে সাজা সত্যিই সকলের হৃদয়ে নতুন এক আনন্দের সঞ্চার করেছে।