ঢাকা
খ্রিস্টাব্দ

৬৯-এ টানা ২০ মিনিট নেচে তাক লাগালেন ‘উমরাওজান’ রেখা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1731974 জন

  • নিউজটি দেখেছেনঃ 1731974 জন
৬৯-এ টানা ২০ মিনিট নেচে তাক লাগালেন ‘উমরাওজান’ রেখা
ছবি : সংগৃহীত

দুবাইতে অনুষ্ঠিত হয়ে গেল আইফা অ্যাওয়ার্ড ২০২৪। সেই অনুষ্ঠানেই পারফর্ম করেন বলিউডের চিরযৌবনা ‘উমরাওজান’ খ্যাত রেখা।  ৬৯ বছর বয়সে এসেও একটানা ২০ মিনিট নেচে তাক লাগিয়েছেন তিনি। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই মুগ্ধতা প্রকাশ করছেন দর্শকরা।  বয়স যে কেবল মাত্র একটা সংখ্যা, আর সেটাই যেন আইফার মঞ্চে প্রমাণ করে দিলেন রেখা। একটি গোলাপি রঙে আনারকলি পরেছিলেন তিনি এদিন। সঙ্গে দেখা যায় গা ভর্তি গয়না। এই সাজেই ২০ মিনিট ধরে একটানা নেচেছেন তিনি।



এদিন আইফার পক্ষ থেকে তার নাচের কিছু ঝলক সামাজিকমাধ্যমে পোস্ট করা হয়। আর সেই ছবি এ ভিডিও দেখে রীতিমত নস্টালজিয়ায় ভাসেন নেটিজেনরা। এদিন রেখাকে ১৯৬৫ সালের সিনেমা গাইড থেকে পিয়া তোসে নয়না লাগে এবং ১৯৬০ সালের সিনেমা মুঘলে আজম থেকে মোহে পনঘাট পে-তে নাচ করেন। বাদ দেননি ১৯৬৪ সালের সিনেমা ও কৌন থির গান লগ যা গলে এবং ১৯৭৯ সালের মিস্টার নটওয়ারলাল সিনেমা থেকে পরদেশিয়া ইয়ে সচ হ্যায় পিয়া গান দুটিতে নাচ করতে।


তবে পারফরমেন্স ঝলক এদিন আইফার পক্ষ থেকে পোস্ট করে লেখা হয়, রেখা একটি দুর্ধর্ষ পারফর্ম করলেন নেক্সা আইফার মঞ্চে। সেই ছবি ভিডিও শেয়ার করেন নেটিজেনরা।  এক ব্যক্তি লেখেন, রেখাজি আপনি আমাদের মন একবার নয়, বারবার জিতেছেন। আপনার থেকে চোখ ফেরানো যাচ্ছে না।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ