ঢাকা
খ্রিস্টাব্দ

মিসাইল হামলা করছে ইরান: দাবি ইসরায়েলের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক ।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1735693 জন

  • নিউজটি দেখেছেনঃ 1735693 জন
মিসাইল হামলা করছে ইরান: দাবি ইসরায়েলের
ইসরায়েলের সেনাবাহিনী বিবৃতি মতে ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ইরান ইসরায়েলকে লক্ষ্য করে একটি মিসাইল হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্কতা জারির পরই এই হামলার ঘটনা ঘটে।



মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটের পর ইরান থেকে ইসরায়েলে প্রায় ২০০টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম।



ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গোটা দেশে সাইরেন বেজে উঠেছে এবং জনগণ নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হয়েছে।রাষ্ট্রীয় টিভির সম্প্রচারের সময় সাংবাদিকরাও মাটিতে শুয়ে পড়েন।



এর আগে, ইসরায়েলের সেনাবাহিনী জনগণকে ইরানের সম্ভাব্য মিসাইল হামলার জন্য সতর্ক করেছিল এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছিল।



হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা হাসান নাসরাল্লাহ ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার পর ইরান প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে। এর পরেই ইসরায়েল লেবাননে সীমিত স্থল অভিযানের ঘোষণা দেয় এবং ইরান থেকে এই হামলা সংঘটিত হয়।



কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের ছোড়া মিসাইলের ছবি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যায় তেল আবিবের আকাশে উড়ে যাচ্ছে মিসাইলগুলো।



এক ইউরোপীয় সাংবাদিকও জানিয়েছেন, তিনি ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে উড়ে যাওয়া উজ্জ্বল কমলা রঙের কয়েকটি মিসাইল দেখেছেন। তবে, এই মিসাইলগুলো ইরান থেকে এসেছে কি না, অথবা লেবানন থেকে হিজবুল্লাহর দ্বারা ছোড়া হয়েছে, তা নিশ্চিত নয়।



— সূত্র: দ্যা নিউ ইয়র্ক টাইমস



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক ।।

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন